কলকাতা পুলিশে ফের রদবদলের সিদ্ধান্ত

Spread the love

ফের বড়সড় রদবদলের সিদ্ধান্ত। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে নোটিস জারি করল নবান্ন। দায়িত্ব দেওয়ার একদিনের মধ্যেই সরিয়ে দেওয়া হল কলকাতার সদ্য নিযুক্ত যুগ্ম কমিশনার স্পেশাল টাস্কফোর্স ভি সোলেমান নিশাকুমারকে। পাশাপাশি সদ্য গঠিত জঙ্গিপুরের পুলিশ সুপারের পদে পাঠিয়েও অভিষেক গুপ্তাকে পুনরায় আগের পদে ফিরিয়ে আনা হল ।

মুর্শিদাবাদ জেলাকে ভেঙে নতুন এক পুলিশ জেলা তৈরি হয় দিন কয়েক আগেই। সেই দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোল-দুর্গাপুরের জোন 1(ইস্ট)-এর DC অভিষেক গুপ্তাকে। কিন্তু আজ সেই নোটিফিকেশন বাতিল করেছে রাজ্য সরকার। অভিষেককে ফিরিয়ে আনা হয়েছে নিজের পুরনো পদেই। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে নিয়ে যাওয়া হচ্ছে হাওড়া কমিশনের জোন1-এর DC ওয়াই রঘুবংশীকে। এদিকে গতকাল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে যোগ দিয়েছিলেন ভি সোলেমান নিশাকুমার। তাঁকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যতদিন পর্যন্ত পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদে কাউকে পাঠানো না হচ্ছে, ততদিন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। কলকাতা পুলিশে যোগ দেওয়ার পরেই তিনি তমলুক ফিরে যান।

বৃহস্পতিবার নবান্ন থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাতে উল্লেখ রয়েছে তাঁকে যুগ্ম কমিশনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে EFR এর DIG-র দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার যোগ না দেওয়া পর্যন্ত ওই দায়িত্ব তাঁকে পালন করতে হবে। কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার স্পেশাল ফোর্স হিসেবে আপাতত কাউকে আর নিয়োগ করা হয়নি। ফলে ওই পদটি ফাঁকাই থাকল ৷

পাশাপাশি কিছুদিন আগে পশ্চিমবঙ্গের DIG হিসেবে নিয়োগ করা নিষাত পারভেজকে DIG ট্রাফিক নর্থ বেঙ্গল হেডকোয়ার্টারের দায়িত্ব দেওয়া হল ৷ EFR-এর DIG হিসেবে কর্মরত দেবাশিস বেজকে DIG রেলওয়ের দায়িত্ব দেওয়া হয়েছে । DIG রেলের পদে কর্মরত রাম ঝাঞ্ঝারিয়াকে DIG STF পদে নিয়ে আসা হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*