মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে নভেম্বরের শেষমেষ শপথ নিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তার মাত্র কয়েক দিনের মধ্যেই হোঁচট খেল মহারাষ্ট্রের মহা আঘাডি জোট সরকার। সূত্রের খবর, পদমর্যাদায় খুশি না হওয়ায় মন্ত্রিত্ব ছেড়েছেন শিবসেনা বিধায়ক আব্দুল সাত্তার। তবে তাঁর পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি বলেই শিবসেনা সূত্রে খবর।
ভোটের ঠিক আগেই কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিয়েছিলেন আউরঙ্গাবাদের নেতা আব্দুল সাত্তার। ভোটে জয়ের পর তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছিল। কিন্তু, তা না পসন্দ ছিল আব্দুল সাত্তারের। সূত্রের খবর, এর পরই পদত্যাগ করেন তিনি। তবে, তাঁর পদত্যাগ পত্র এখনও গৃহীত হয়নি বলেই শিবসেনা সূত্রে খবর।
মহারাষ্ট্রে সরকার গঠনের পর থেকেই সবকিছু সামান্য চলছে না জোট সরকারের মধ্যে। একের পর এক নেতার বিক্ষুব্ধ হওয়ার কথা সামনে আসছে। আরেকদিকে বিচারধারা নিয়েও কংগ্রেস আর শিবসেনার মধ্যে অনেক পার্থক্য দেখা যাচ্ছে।
Be the first to comment