আবারও খবরের শিরোনামে মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। নিজের বক্তব্যের জন্যই ফের আলোচনায় তিনি। এর মধ্যে সবচেয়ে বিতর্কিত মন্তব্য যেটি তিনি করেছেন, তা হল মধ্যপ্রদেশের ইন্ডোরে আগুন লাগিয়ে দেওয়ার। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও “রোজদিন. ইন” সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি।
জানা গিয়েছে বিজেপি নেতা ইন্ডোরের বিভাগীয় কমিশনার আকাশ ত্রিপাঠীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। অভিযোগ, তিনি তা প্রত্যাখ্যান করেন। যার পরেই কৈলাস বিজয়বর্গীয় মেজাজ হারিয়ে ইন্দোরে আগুন জ্বালানোর হুমকি দেন।
জানা গিয়েছে শাহের সমস্যা নিয়ে কৈলাস বিজয়বর্গীয় কমিশনারের বাড়ির বাইরে ধর্নায় বসেছিলেন বিজয়বর্গীয় বলেছিলেন যে আধিকারিকদের তাদের সঙ্গে দেখা করার সময় নেই, তাঁরা কি এতটাই বড় হয়ে গিয়েছে? এরপরেই তিনি শহরে আগুন ধরানোর হুমকি দেন।
কৈলাস বিজয়বর্গীয়ের এই মন্তব্যের সমালোচনা করেছে কংগ্রেস। তারা বিজেপিকে ভারত জ্বালাও পার্টি বলেও কটাক্ষ করেছে। কংগ্রেসের তরফে মামলাও দায়ের করা হয়েছে।
Be the first to comment