খাগড়াগড়ের মতো নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের পিছনেও যোগ রয়েছে জামাত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ৷ NIA তদন্ত হলেই সত্যি সামনে আসবে। আজ বিকেলে বারাসতে জেলা BJP-র কার্যালয়ে CAA-র সমর্থনে এক কর্মশালায় যোগ দেওয়ার পর এই অভিযোগ করলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু ৷
খাগড়াগড় ঘটনার মতো নৈহাটির বিস্ফোরণের পেছনেও জামাত রয়েছে বলে মনে করছেন সায়ন্তন ৷ তিনি বলেন, “খাগড়াগড় কাণ্ডের সময় পুলিশ বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে ৷
NIA তদন্তের পর জানা যায়, ঘটনার পিছনে বাংলাদেশের জামাত ও এ রাজ্যের অনুপ্রবেশকারীদের হাত রয়েছে ৷ নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণের পিছনেও দেখা যাবে জামাত ও বাংলাদেশের অনুপ্রবেশকারীদের হাত রয়েছে ৷ এদের বাঁচাতেই মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন ৷ খাওয়া-দাওয়া ভুলে সকাল থেকে রাত পর্যন্ত তাদের হয়ে আন্দোলন করছেন ৷ মুখ্যমন্ত্রীর এই আচরণের বিরুদ্ধেই রাজ্যের মানুষকে আমরা একত্রিত করব ৷”
সায়ন্তন বলেন, “নৈহাটির বাজি কারখানায় এই বিস্ফোরণ খাগড়াগড় টু ৷ খাগড়াগড়ের মতো এখানেও বিস্ফোরক মজুত ছিল ৷ তা না হলে এত বড় বিস্ফোরণ হতে পারে না ৷ বিস্ফোরণের আওয়াজে গঙ্গার ওপারে চুঁচুড়া পর্যন্ত কেঁপে উঠেছে ৷ NIA তদন্ত হলেই সত্যি প্রকাশ পাবে ৷ রাজ্যে প্রধানমন্ত্রী এলে আমরা তার কাছে NIA তদন্তের দাবি জানাব ৷” তবে, নৈহাটির ঘটনা যে দিকে মোড় নিচ্ছে,তাতে প্রধানমন্ত্রীর সফরের আগেই NIA তদন্তের নির্দেশ কেন্দ্রীয় সরকার দিতে পারে বলে জানান সায়ন্তন ।
ঘটনায় শাসক দল ও পুলিশকে একযোগে আক্রমণ করে সায়ন্তন বলেন, “তৃণমূল নেতৃত্ব ও পুলিশকে টাকা খাইয়ে এই ধরনের কারখানা রমরম করে চলছে । ১০০টির উপর বেআইনি বাজি কারখানা রয়েছে ওখানে (দেবক গ্রাম) । পুলিশ, অস্ত্র ব্যবসায়ী, সমাজবিরোধী, তৃণমূল নেতৃত্ব ও বাংলাদেশি অনুপ্রবেশকারী মিলেমিশে একাকার হয়ে গেছে । এই সমস্ত সমাজবিরোধীরা এখন তৃণমূলের ক্যাডার । পুলিশ ও তৃণমূলের মদতে এরা বেঁচে আছে । না হলে এদের নিয়ে কেউ চিন্তা করে না । তৃণমূল মদত না দিলে, পুলিশ রক্ষা না করলে এদের জীবন বিপন্ন হয়ে উঠবে । এটা রাজ্যের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ৷”
নৈহাটিতে বিস্ফোরণের ঘটনা পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সায়ন্তন বসু । বলেন, “ফরেনসিক পরীক্ষার নামে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা চলছে । যে CID-র প্রধান রাজীব কুমারকে গোয়েন্দারা খুঁজে পায় না , তাদের ফরেন্সিক তদন্তের কোনও গুরুত্ব নেই । তারা আসলে তৃণমূল নেতাদের বাঁচাতে চাইছে ৷”
শুনুন কী বললেন সায়ন্তন বসু?
ক্লিক করুন নিচের লিঙ্কে!
https://m.facebook.com/story.php?story_fbid=160312301963403&id=100039539025466
Be the first to comment