রক্তাক্ত জেএনইউ; এবিভিপির তান্ডবে আক্রান্ত ঐশী ঘোষ, ঘটনায় তীব্র নিন্দা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

আজ সন্ধ্যায় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালাল দুষ্কৃতীরা । আক্রান্ত JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । পাশাপাশি অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হয়েছেন অধ্যাপিকা সুচরিতা সেন । জখম কয়েকজন ছাত্র-ছাত্রীও । পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬. ৩০ মিনিটে প্রায় ৫০ জন মুখোশ পরা দুষ্কৃতী ক্যাম্পাসে ঢোকে । লাঠি হাতে দুষ্কৃতীরা ছাত্র-ছাত্রীদের উপর চড়াও হয় । তারা কারা, কীভাবে তারা ক্যাম্পাসে ঢুকল, প্রশ্ন করতে থাকে পড়ুয়াদের একাংশ । সাহায্যের জন্য অধ্যাপকদের উদ্দেশ্যে তাঁরা চিৎকার করেন । পড়ুয়াদের রক্ষা করতে এসে আক্রান্ত হন অধ্যাপক-অধ্যাপিকারা । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । তাঁর মাথায় চোট লাগে । তাঁকে দিল্লির AIIMS-এ নিয়ে যাওয়া হয় । সেখানেই চিকিৎসাধীন ঐশী ঘোষও । ঐশী ঘোষ বলেন, “ক্যাম্পাসে আমার উপর আক্রমণ হয় । মুখোশ পরা কয়েকজন দুষ্কৃতী আমার উপর হামলা করে । আমাকে মারধর করে তারা । আমার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল । ” অধ্যাপক অতুল সুড বলেন, “দুষ্কৃতীরা ছাত্রছাত্রী ও অধ্যাপকদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল । আমি পড়ে যাই । যখন বাইরে এলাম, দেখলাম আমার গাড়ি সহ অন্যান্য গাড়িগুলিও ভাঙচুর করা হয়েছে ।” ঘটনাস্থানে পৌঁছেছে দিল্লি পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।

AIIMS-র তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৮ জনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় । তাদের মাথায় চোট ছিল । তারা প্রত্যেকে AIIMS ট্রমা সেন্টারে চিকিৎসাধীন । এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, ‘যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল । ‘ ABVP-র JNU শাখার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আরও একটি টুইট করে লেখে, ‘তোমরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছ । অধ্যাপক ও সহপাঠীদের আক্রমণ করেছ । ‘ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ABVP । তারা পালটা অভিযোগ আনে বামসংগঠনগুলির বিরুদ্ধে ।

এই হামলায় ABVP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । JNU-র ছাত্র সংসদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লেখা হয়, ‘যে অধ্যাপকরা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিলেন , তাঁদেরও মারধর করে ABVP আশ্রিত গুন্ডারা । তাদের মুখ ঢাকা ছিল । ‘ ABVP-র JNU শাখার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আরও একটি টুইট করে লেখে, ‘তোমরা নিজেদের বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছ । অধ্যাপক ও সহপাঠীদের আক্রমণ করেছ । ‘ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ABVP । তারা পালটা অভিযোগ আনে বামসংগঠনগুলির বিরুদ্ধে ।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেন । তিনি লেখেন, ‘JNU-তে হিংসার ঘটনায় আমি হতবাক । পড়ুয়াদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে । পুলিশের উচিত অবিলম্বে এই হিংসা থামিয়ে শান্তির ফিরিয়ে আনা । বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই যদি পড়ুয়ারা সুরক্ষিত না থাকতে পারেন, তবে দেশের উন্নতি হবে কী করে?’

JNU-তে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি টুইট করে লেখেন, ‘JNU-র পড়ুয়া ও অধ্যাপকদের উপর হওয়া হামলার তীব্র নিন্দা জানাচ্ছি । গণতন্ত্রের লজ্জা । দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের সমবেদনা জানাবে । ‘

শুনুন ঐশী ঘোষের প্রতিক্রিয়া!

https://www.facebook.com/185733231710/posts/10156759930646711/?flite=scwspnss&extid=fW1M9VRSZ4SkiTKc

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*