
রোজদিন ডেস্ক, কলকাতা:- শুক্রবার সাত সকালে বিনোদন জগতে উজ্জ্বল নক্ষত্র পতন। অনেক লড়াইয়ের পর আজ শেষ হলো তাঁর পথ চলা।প্রয়াত হলেন বলিউড অভিনেতা তথা পরিচালক মনোজ কুমার। মৃত্যুকালে তাঁর বয়স বয়েছিল ৮৭ বছর। শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা। হৃদরোগ জনিত সমস্যার কারণেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মনোজ কুমার। এক সময় ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছিলেন মনোজ কুমার। একাধিক দেশাত্মবোধক ছবিতে কাজ করেছিলেন মনোজ কুমার। সঙ্গে ‘রোমান্টিক হিরো’র তকমাও পেয়েছিলেন তিনি।
‘ উহ কৌন থি’ ছবিতে ‘লগ যা গলে’ গানটি আজও সবার পছন্দের তালিকায়। এই গানের বহু রিমেক হলেও সাদা-কালোর সেই পুরনো স্বাদ দর্শক আজও মনে রেখে দিয়েছেন।শুধু অভিনেতা হিসাবে নয়, পরিচালক হিসাবেও দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। আজ স্তব্দ হল তাঁর জীবনের সমস্ত লড়াই।
Be the first to comment