
রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লি চাণক্যপুরীতে মিললো এক অগ্নিদগ্ধ দেহ। চাণক্যপুরী এলাকার বিজওয়াসন ফ্লাইওভারে সোমবার রাত ১০:৩২ নাগাদ একটি গাড়িতে আগুন ধরে যায়।
জানা যায় গাড়িটি অগ্নিদগ্ধ তো হয়ই তার সাথে গাড়ির মধ্যে থাকা চালকও সম্পূর্ণরূপে পুড়ে যান। আশেপাশের স্থানীয় মানুষ দমকলে খবর দেন এবং দমকল এসে আগুন নেভান এবং দগ্ধ অবস্থায় গাড়িটি এবং গাড়ি চালককের দেহ উদ্ধার করেন।
পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন। এ বিষয়ে তদন্ত করছেন কিভাবে এবং কেনই বা আগুন লাগল। তবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে দিল্লি পুলিশ।
Be the first to comment