এবার মহিলা ফুটবল টিম গড়তে চলেছে এসি মিলান। আগামি মরসুমের লিগে এসিএফ ব্রেসিয়ার হয়ে টক্কর দেবে তারা। ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৮-২০১৯ মরসুমে ক্লাবের ইতিহাসে এই প্রথম মহিলা এ সিরিজ চাম্পিয়ন সিরিজে যোগ দেওয়া হচ্ছে। তার জন্য এসিএফ ব্রেসিয়া ক্লাবটি কেনা হয়েছে।
চলতি মরসুমে ফিওরেন্টিনার কাছে কাপ ফাইনালে হেরে গিয়েছে। মহিলা ফুটবল লিগে তারা হেরেছে জুভেন্টাসের কাছে। এ পর্যন্ত ক্লাবটি দুটি লিগ ও তিনটি কাপ জিতেছে। মহিলা ফুটবলকে ইতালিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুভেন্টাস গতবছর তুরিনের কুনিও ক্যালসিনো ফেমিনিলের লাইসেন্স কিনে নিয়েছে। জুভেন্টাস উইমেন জিতেছে লিগের মুকুট।
Be the first to comment