শতাধিক মানুষকে বাঁচিয়েও গঙ্গার জলের তোরে ভেসে গেলেন এক সিভিক ভলেন্টিয়ার

Spread the love

 

রোজদিন ডেস্ক :-

গঙ্গা নদীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত ডিআইবিতে কর্মরত এক সিভিক ভলান্টিয়ার। বিগত কয়েকদিন ধরেই তারানগর গ্রামে গঙ্গা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার সন্ধে নাগাদ তারানগর গ্রামে নতুন করে ভাঙন দেখা দেয়। সেই সময় এলাকার বেশ কিছু যুবক নদীর পাড়ে দাঁড়িয়ে নিজেদের মোবাইল ফোনে ভাঙনের ছবি তুলছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশের ডিআইবিতে কর্মরত সিভিক ভলীন্টিয়ার ওয়াসিকুল ইসলাম ওই এলাকায় যান এবং গঙ্গা নদীর ধারে দাঁড়িয়ে থাকা লোকদেরকে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধে নাগাত মুর্শিদাবাদের তারানগর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের নাম ওয়াসিকুল ইসলাম , বয়স ৩৫।
ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওয়াসিকুল যখন গ্রামবাসীদের সরিয়ে দিচ্ছিলেন সেই সময়ে হঠাৎ নদী পাড়ের একটি বড় অংশ গঙ্গা নদীতে ধসে পড়ে। এই ঘটনায় চারজন ব্যক্তি নদীতে তলিয়ে যায।
বাঁশ এবং লাঠি ফেলে তাদের মধ্যে দু’‌জনকে গ্রামবাসীরা কোনওরকমে উদ্ধার করতে পারলেও ওয়াসিকুল এবং আরও একজন ব্যক্তি নদীতে তলিয়ে যায় বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওয়াসিকুল ছাড়া অপর যে ব্যক্তি তলিয়ে গেছেন বলে গ্রামবাসীরা দাবি করছেন তার নাম বা পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও ওই সিভিক ভলান্টিয়ারের খোঁজ পাওয়া যায়নি। ইতিমধ্যে নিখোঁজ ওই সিভিক ভলান্টিয়ারের সন্ধানে বাংলাদেশের বিজিবি-র সঙ্গে যোগাযোগ করেছেন বিএসএফ আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*