রোজদিন ডেস্ক, কলকাতা:- শনিবার সকাল থেকে নদীয়ার কৃষ্ণগঞ্জ মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় এর কাছে পড়েছে শোরগোল। বাগান খোরাখুরি করতে গিয়ে পাওয়া গেল জোড়া বাঙ্কার। যে বাঙ্কারের মধ্যে ছিল প্রচুর ব্যান্ডেড কাশির সিরাপ।
বিএসএফদের আশঙ্কা এখন একটাই যে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই বাঙ্কার এর ভেতরে থাকতে পারে কোন বিস্ফোরক জাতীয় জিনিস। তাই মেটাল ডিক্টেটার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের মারফত জানা যায় এখনো পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার ব্যান্ডেড কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। তার মধ্যে শুক্রবার পুরনো বাঙ্কার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনী গোপন সূত্রের খবর পেয়ে প্রায় দু’বিঘা জমির উপর তৈরি একটি বাগানে তল্লাশি শুরু করে। জমিটি ব্যক্তিগত মালিকানাধীন। শুক্রবার প্রথমে একটি বাঙ্কার উদ্ধার হয়। সেই খবর পাওয়ার পর থেকে জমিটির মালিক নিখোঁজ।
একটি বাঙ্কার প্রায় ১০ ফুট চওড়া ও ১৫ ফুট লম্বা। উচ্চতাও প্রায় ৮ ফুট। তবে পরের বাঙ্কার দু’টি তুলনায় ছোট। বৃহস্পতিবার ঘটনাস্থলে থাকা ৩২ ব্যাটেলিয়নের কম্যান্ড্যান্ট সুজিত কুমার বলেন, ”এখনও পর্যন্ত যা নিষিদ্ধ কাশির সিরাপ দেখেছি, তা ৫ গাড়ি হবে। তবে আমরা গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছি।” এ নিয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল বলেন, ”ওই এলাকা থেকে নিষিদ্ধ কাশির সিরাপ পাওয়া গিয়েছে কোটি টাকার উপরে। ওই নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিএসএফ করছে কাজটি। তবে পুলিশও আছে।”
Be the first to comment