
রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘অপরাজিতা বিল’ নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন তৃণমূলের ১১ জনের প্রতিনিধি দল। ধর্ষণের মতো নৃশংস অপরাধে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার সুপারিশ-সহ পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করা হয়েছে ‘অপরাজিতা বিল’। কিন্তু তার পরেও মেলেনি রাষ্ট্রপতির অনুমোদন। তাই এই বিল আইনে রূপান্তরিত করা সম্ভব হয়নি। ছয় মাস অপেক্ষার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে আবেদনের সিদ্ধান্ত তৃণমূলের। সেই মতোই বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চায় তাঁরা। সাক্ষাতের অনুমোদন মিলতেই এ দিন সকালেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৯ মহিলা সাংসদ-সহ ১১ জন তৃণমূল সদস্যের সংসদীয় প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সায়নী ঘোষ, জুন মালিয়া, দোলা সেন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন-সহ অন্যান্যরা
Be the first to comment