বাংলাদেশের রোগী দেখা বন্ধ রাখলেন কলকাতার এক খ্যাতনামা স্ত্রী বিশেষজ্ঞ ড: ইন্দ্রনীল সাহা

Spread the love

রোজদিন ডেস্ক :-  আগে দেশ পরে রোজগার! ঠিক এমনটাই বলে সোশ্যাল মিডিয়াতে সমস্ত চিকিৎসকবৃন্দ দের জন্য বার্তা দিলেন কলকাতার খ্যাতনামা স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার নির্যাতন ও হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় ফুঁসছে ভারতসহ গোটা বিশ্ব। সেদেশের তত্ত্বাবধায়ক সরকারের একাধিক উপদেষ্টার মুখ থেকে শোনা গিয়েছে ভারতবিরোধী মন্তব্য। এমনকী ঢাকার বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে পেতে রাখা হয়েছে ভারতের পতাকা। আর এর পরই বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন চিকিৎসক ইন্দ্রনীল সাহা।

সোশ্যাল মিডিয়ায় ঢাকার বুয়েট বিশ্ববিদ্যালয়ের দরজায় ভারতের জাতীয় পতাকা পেতে রাখার ছবি পোস্ট করে চিকিৎসক ইন্দ্রনীল সাহা লিখেছেন, ‘BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার। আশা রাখবো সম্পর্ক স্বাভাবিক না হওয়া অবধি অন্য চিকিৎসকরাও তাই করবেন।’
বস্তুতপক্ষে দুর্মূল্যের বাজারে আকাশ ছোঁয়া চিকিৎসার খরচ ও সেদেশের চিকিৎসকদের অভিজ্ঞতার অভাব থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ বাংলাদেশি কলকাতায় চিকিৎসা করাতে আসেন। জটিল রোগে আক্রান্ত বহু বাংলাদেশিকে চিকিৎসা করাতে নিয়মিত কলকাতায় আসতে হয়। কার্যত কলকাতার চিকিৎসকদের ভরসায় বেঁচে আছেন তাঁরা। এই পরিস্থিতিতে কলকাতার চিকিৎসকরা বাংলাদেশি রোগীদের চিকিৎসা করা বন্ধ করে দিলে তাদের প্রাণ নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। তবে সেদেশে যে ভাবে ভারতবিদ্বেষ ছড়িয়েছে তাতে ইন্দ্রনীল সাহাকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেছেন অনেকেই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*