রোজদিন ডেস্ক :-
গৃহবধূকে ধর্ষণের পর কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের পটাশপুর । এবার গ্রামের মহিলাদের গণপিটুনিতে মৃত্যু হল অভিযুক্তের । পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কোনওরকমে অভিযুক্তকে মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে এগরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানেই মৃত্যু হয় অভিযুক্তের।
জানা গিয়েছে, পটাশপুরের বাসিন্দা, ওই অভিযুক্তকে গ্রামের মহিলারাই বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। তারপর রাস্তায় ফেলে মারধর শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, বেধড়ক মারধর করা হচ্ছে অভিযুক্তকে। এই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । পুলিশ অভিযুক্তকে উদ্ধার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে বচসা বাঁধে।
স্থানীয় সূত্রে খবর, এক ঘণ্টারও বেশি সময় ধরে মারধর করা হয় অভিযুক্ত প্রৌঢ়কে। এরপর কোনওক্রমে পুলিশ অভিযুক্তকে সেখান থেকে বের করে হাসপাতালে নিয়ে গেলেও কোনও লাভ হয়নি। মারা যান ওই অভিযুক্ত। মৃতের দেহ ইতিমধ্যেই এগরা থেকে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে, পটাশপুর গ্রামে বিরাট পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন। এই সুযোগেই গত শুক্রবার রাতে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন করে প্রতিবেশি ওই প্রৌঢ়। এরপর ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু রবিবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। তারপরই ক্ষিপ্ত গ্রামবাসীর গণপিটুনির জেরে মৃত্যু হয়েছে অভিযুক্তেরও।
Be the first to comment