কোনও প্রতিরক্ষা চুক্তিতে সোনিয়া বা রাহুল হস্তক্ষেপ করেননিঃ এ কে অ্যান্টনি

Spread the love

রাফায়েলের বিরুদ্ধে অগুস্তা ওয়েস্টল্যান্ড। কংগ্রেস ২০১৯ সালের লোকসভা ভোটের আগে রাফায়েল কেলেঙ্কারিকে বড় ইস্যু বানাতে চাইছে। বিজেপি পালটা কংগ্রেসের বিরুদ্ধে তুলেছে অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেলেঙ্কারির অভিযোগ। কপ্টার কেনার চুক্তির সময় কিকব্যাক নেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তাঁর মা সোনিয়া গান্ধির বিরুদ্ধে। সোমবার সংসদ ভবনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগের তীব্র প্রতিবাদ করলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। তাঁর দাবি কোনও প্রতিরক্ষা চুক্তিতে সোনিয়া বা রাহুল হস্তক্ষেপ করেননি।

২০০৬-০৭ সালে ইউপিএ সরকারের আমলে ভিভিআইপি-দের ব্যবহারের জন্য ১২ টি অগুস্তা অয়েস্টল্যান্ড এ ডব্লু ১০১ হেলিকপ্টার কেনার কথা হয়েছিল। তখন কিকব্যাক হিসাবে ২৫০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। ওই অর্থ নাকি গ্রহণ করেছিলেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল। অগুস্তা হেলিকপ্টার কেনার সময় যিনি মিডলম্যান ছিলেন, সেই জেমস ক্রিশ্চিয়ান মাইকেলকে সম্প্রতি আনা হয়েছে ভারতে। এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটের জেরায় তিনি সোনিয়া গান্ধীর নাম বলেছেন বলে দাবি করা হয়েছে।

তারপরে এদিন সাংবাদিক বৈঠক করেন অ্যান্টনি। তিনি বলেন, সরকার বিভিন্ন সংস্থাকে কাজে লাগিয়ে মিথ্যা কথা প্রচার করছে। আমি ভাবতেই পারি না সরকার এমন মিথ্যা বলতে পারে। আমি নির্দিষ্ট করে বলতে চাই, অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার সময় সোনিয়া অথবা রাহুল কোনও আগ্রহ দেখাননি। হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না। আমি যতদিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলাম, ততদিন তাঁরা কোনও প্রতিরক্ষা চুক্তিতেই হস্তক্ষেপ করেননি।

অ্যান্টনি বলেন, কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার ২০১৩ সালে জানতে পারে, অগুস্তা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার সময় দুর্নীতি হয়েছে। সঙ্গে সঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দেয়।

মোদী সরকার অগুস্তা কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করছে বলে অ্যান্টনির দাবি। তিনি বলেন, আমরা দুর্নীতির কথা শুনেই অগুস্তার সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছিলাম। ওই কোম্পানিকে ব্ল্যাক লিস্টেড করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু পরে এনডিএ সরকার এসে কিছুই করেনি। উলটে অগুস্তা কোম্পানিকে বাঁচানোর চেষ্টা করেছে।

প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, অগুস্তা মামলায় কংগ্রেসের যদি কিছু লুকনোর থাকত, তা হলে সিবিআই তদন্তের নির্দেশ দিত না। ইতালিতে মামলাও লড়তে যেত না।
তাঁর বক্তব্য, রাফায়েল কেলেঙ্কারি থেকে মানুষের নজর ঘোরানোর জন্যই সরকার ও বিজেপি অগুস্তা কেলেঙ্কারির কথা তুলছে। আমাদের আমলে যখনই কোনও দুর্নীতির অভিযোগ শোনা গিয়েছে, আমরা তদন্তের নির্দেশ দিয়েছি। কিন্তু বিজেপি কিছুতেই রাফায়েল নিয়ে যৌথ সংসদীয় কমিটিকে তদন্ত করতে দিতে রাজি নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*