
রোজদিন ডেস্ক, কলকাতা:– দিল্লি হাইকোর্ট থেকে বদলি হয়ে কলকাতা কাইকোর্টে আসছেন বিচারপতি দিনেশ কুমার শর্মা। বৃহস্পরিবারই সুপ্রিম কোর্টের কলেজিয়াম তরফে বদলির সুপারিশ করা হয়েছে। অর্থাৎ নয়া বিচারপতি আসছেন কলকাতা হাইকোর্টে।
বর্তমানে দিল্লি হাইকোর্টের ১৮তম প্রবীণ বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি শর্মা। যদিও দিল্লি হাইকোর্টে তিনি বেশি বছর নেই। ২০২২ সালেই দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি। পূর্বে দিল্লির জেলা ও সেশন বিচারক এবং দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার (ভিজিল্যান্স) হিসেবে কাজ করেছেন জাস্টিস শর্মা।
দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিদের বদলির ধারাবাহিকতায় বিচারপতি শর্মাকে বদলির সুপারিশ করেছে কলেজিয়াম। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Be the first to comment