
রোজদিন ডেস্ক, কলকাতা:- নিউ মার্কেটে ডালা লাগানোকে কেন্দ্র করে ফের প্রকাশ্যে এলো শাসকদলের গোষ্ঠীকোন্দল। যার জেরে সকাল থেকে বন্ধ থাকলো নিউ মার্কেটের একাংশ ডালা।
রবিবার রাতে পিচের রাস্তায় ডালা লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে নিউ মার্কেট অঞ্চল। শেষে হাতাহাতি পর্যায় পৌঁছে যায়। তাঁরই প্রতিবাদে হকার সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে নিউ মার্কেটের একাংশে হকারী বন্ধ করে প্রতিবাদ জানায়।
নিউ মার্কেট অঞ্চলে তৃণমূল সমর্থিত হকার সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফ আলী খানের অভিযোগ, ‘শাসকদলেরই অন্য একটি গোষ্ঠী কয়েক জন হকারের থেকে বেআইনি ভাবে টাকা পয়সা নিয়ে কিছু হকারকে পিচের রাস্তায় বসিয়ে দিচ্ছে’।
ফলে রবিবার রাতে ডালা বসানো নিয়ে আরও একবার প্রকট হল নিউ মার্কেটে শাসকদলের হকার ইউনিয়নের গোষ্ঠীকোন্দল।
Be the first to comment