রোজদিন ডেস্ক :- শনিবার রাতে একটি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন এক দম্পতি। দেখতে পান, পাড়ার ক্লাবের পুজোয় ভাঙচুর করা হচ্ছে। সঙ্গে সঙ্গে বাঁধা দেওয়ার চেষ্টা করলে কথা কাটাকাটি হয় ও বচসা শুরু হয়। কসবা থানার হালতুতে ক্লাবটি ভাঙচুর হয়। তারই প্রতিবাদ করায় রাস্তাতেই দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। গোটা ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছেন। জানা যাচ্ছে ওই প্রতিবাদী দম্পতির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছ।
আক্রান্ত মহিলার অভিযোগ, ‘আমার স্বামী ওদের গিয়ে শুধু জিজ্ঞেস করেছিল কেন ক্লাব ভাঙচুর করছে! কোনও উত্তর না দিয়ে আমার স্বামীর উপরে চড়াও হয় তারা। মারধর করা হয়। চোখ দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাকেও হেনস্থা করা হয়েছে। আমারও আঘাত লেগেছে এক চোখে।’
আহত দম্পতির সঙ্গে আরও কয়েক জন ছিলেন। বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন।
এখানে সম্পূর্ণভাবে পুলিশি নিষ্ক্রিয়তার কথা তুলেছেন ওই দম্পতি। তাঁদের বক্তব্য,অভিযোগ দায়ের করার পরেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
Be the first to comment