রোজদিন ডেস্ক :- লাইনে দাঁড়িয়েছিল এক্সপ্রেস ট্রেন। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে কাজ করছিলেন এক ব্যক্তি। হঠাৎ ট্রেন চলতে শুরু করায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দুটো কাপলিং এর চাপে পড়ে মৃত্যু ঘটল সেই রেলকর্মীর।
রেল পুলিশ এই দুর্ঘটনার খবরটি সত্য বলেই জানিয়েছে। জানা গিয়েছে, একটি শান্টিং অপারেশনের সময় অমর কুমার রাও নামে রেলের একজন পোর্টার নিহত হয়েছেন। তিনি সোনপুর রেলওয়ে বিভাগের অধীনে স্টেশনে কর্মরত একজন পোর্টার।
আরপিএফ জানিয়েছে, লখনউ-বরাউনি এক্সপ্রেস (নং: ১৫২০৪) লখনউ জংশন থেকে আসে। এই সময় মিস্টার রাও বরাউনি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ করছিলেন। ট্রেন চলতে শুরু করেছে খেয়াল করেননি তিনি। রেল সূত্রে খবর, রাও যখন ট্রেনের কাপলিং খোলার চেষ্টা করছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পিষে দেয় তাঁকে।
ট্রেনের যাত্রীরা হইচই শুরু করেন। কয়েকজন যাত্রী অ্যালার্ম বাজাতে শুরু করেন। সেই আওয়াজে চালক ট্রেন থেকে নেমে এসে ওই দৃশ্য দেখে চম্পট দেন। তিনি চাইলে পারতেন তড়িঘড়ি কোনও ব্যবস্থা নিতে, কিন্তু করেননি। উল্টে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এর ফলেই মৃত্যু হয়েছে ওই রেলকর্মীর। ট্রেন চালকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন প্রত্যক্ষদর্শীরা।
Be the first to comment