প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে জারি হল লাল সতর্কতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অভ্যন্তরীণ সরকারের জমানায় এখনও স্বাভাবিক নয় বাংলাদেশের পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে যার প্রভাব পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। এ কথা মাথায় রেখে প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে জারি রয়েছে লাল সতর্কতা।

বিএসএফ-এর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলা সীমান্তে ১০ দিনের ‘ওপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে। মালদার সুকদেবপুর ও সবদলপুর বিওপিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে সীমান্তে জওয়ানের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান নিয়োগ করা হবে। প্রতিটি সীমান্ত চৌকিতে অন্তত চারজন করে জওয়ান নিযুক্ত করা হয়েছে। ২৪ ঘণ্টা বর্ডার পেট্রোলিং চলছে। দিনে ও রাতে জলপথেও চলছে বিশেষ নজরদারি।
কাঁটাতারের ওপারে ভারতীয় জমির ফসল নষ্টের অভিযোগে সরব হয়েছেন এপারের কৃষকরা। সেই জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশিদের হামলার শিকারও হয়েছেন তাঁরা। এসব নিয়ে ক’দিন আগেই মালদায় উত্তপ্ত হয়েছিল কালিয়াচক ২৩ নম্বর ব্লকের সুকদেবপুর সীমান্ত। তার উপর ওপার বাংলায় এখন যুদ্ধের জিগির। সে দেশের নাগরিকদের একাংশের সঙ্গে তাতে মদত দিচ্ছেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মগুরুও। এসব কারণে রবিবার প্রজাতন্ত্র দিবসের আগে সজাগ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শুধু মালদা কিংবা গৌড়বঙ্গের তিন জেলা নয়, সম্পূর্ণ ভারত-বাংলাদেশ সীমান্তে জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছেন মালদায় কর্মরত এক বিএসএফ আধিকারিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*