মহালয়ার সকালে ঘটলো পথ দুর্ঘটনা, আহত ১২ জন

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

বুধবার সাত সকালে ডায়মন্ড হারবারের ১১৭ নম্বর জাতীয় সড়কে ঘটে গেলো এক ভয়াবহ দুর্ঘটনা। এই পথ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বেশিরভাগ জনের অবস্থা এখন আশঙ্কাজনক। মহালয়ার দিন ভোর থেকে চলে তর্পণের ক্রিয়া-কলাপ। সেই নিয়ম অনুযায়ী ভোর থেকে গঙ্গার ঘাট সহ বিভিন্ন ঘাটে তর্পণ করার রীতি চলতে থাকে। বহু দূরদূরান্ত থেকে মানুষ শহরে আসেন। অনেকে আবার গঙ্গাসাগরেও যান তর্পণ করতে। কিন্তু আজ ভোরে সেখানে যেতে গিয়েই এদিন ঘটে গেল বড় দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীদের মতে জানা যায়, গঙ্গাসাগরে তর্পণ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন ১২ জন বাহি একটি অটো। কাকদ্বীপের কাশীনগর এলাকার কাছে একটি অটোয় ধাক্কা মারে যাত্রীবাহী বাস। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর না এলেও ১২ জনই আহত হয়েছেন গুরুতরভাবে। যাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারুইপুর থেকে অটো ভাড়া করে ১২ জন গঙ্গাসাগরে তর্পণ করতে যাচ্ছিলেন। সেই সময় নামখানা থেকে কলকাতার দিকে আসা একটি বাস অটোয় ধাক্কা মারে। তাতেই ঘটে বিপত্তি।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য,বিকেল থেকেই রাস্তার ধারে একটি গাড়ি আগে থেকে দাঁড়িয়ে ছিল। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দাঁড়িয়ে থাকা ওই গাড়িটিকে ধাক্কা মারে। তারপর মাঝ রাস্তা বরাবর এসে দাঁড়িয়ে যায়। ওই মুহূর্তে যাত্রীবাহী বাসটিও গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। ফলে সেটি ধাক্কা মারে অটোতে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। আহতদের সকলকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় আপাতত কাউকে গ্রেফতার না করা হলেও বাস এবং অটোকে আটক করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*