এক নার্সিং ছাত্রীর মৃত্যুকে ঘিরে তুলকালাম পরিস্থিতি পিয়ারলেস হাসপাতালে। বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নার্সিং-এর ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রাতেই বিক্ষোভরত ছাত্রীদের সঙ্গে পিয়ারলেস হাসপাতালের নিরাপত্তারক্ষীদের দফায় দফায় হাতাহাতি হয়। রাত ১০.৩০টা নাগাদ পঞ্চসায়র থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি এতটাই অশান্ত ছিল যে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হেনস্থা করা হয়। ভেঙে দেওয়া হয় ক্যামেরা। ঘটনাস্থলে যান পুলিশের সব উচ্চপদস্থ কর্তারা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৯.৩০টা নাগাদ পিয়ারলেস হাসপাতালের নার্সিং হস্টেলের বাথরুমে রিঙ্কি ঘোষ নামে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই এই মৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বাকি ছাত্রীরা। তাঁরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। ভোররাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পিয়ারলেস হাসপাতাল চত্বরে চারিদিকে পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়। কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন ছাত্রীরা। এমনকী সোশ্যাল মিডিয়াতেও তাঁরা এই ঘটনা তুলে ধরে। সেখানেও এই ঘটনার ছাত্রীদের পাশে থেকে প্রতিবাদ করেন বহু মানুষ। তাঁদের অভিযোগ, পরীক্ষার ফল নিয়ে অপমান করা হয়েছিল রিঙ্কিকে। এরপরই এই ঘটনা। রিঙ্কি ঘোষের বাড়ি মেদিনীপুর। রাতেই তাঁর বাড়িতে এই মর্মান্তিক মৃত্যুর খবর পাঠানো হয়।
Be the first to comment