
রোজদিন ডেস্ক, কলকাতা:-এক কিশোরীকে বিএসএফের এক আবাসন থেকে উদ্ধার করা হলো। অভিযোগ, ওই আবাসনে আটকে রেখে মেয়েটিকে মাদক মেশানো খাবার খাইয়ে একাধিক বার ধর্ষণ করেছে এক বিএসএফ জওয়ানের ছেলে। জলপাইগুড়িতে এই অভিযোগে ইতিমধ্যেই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবহালে বলেন, ”মোবাইল টাওয়ারের সূত্র ধরে বিএসএফ ক্যাম্পাসের একটি বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। বাড়িতে বলে গিয়েছিল, পরীক্ষা দিয়ে সে বান্ধবীর বাড়িতে যাবে। সেখানেই থাকবে। এর পর বুধবার রাতে মেয়েটি বাড়িতে ফোন করে জানায়, তাকে কয়েক জন বিএসএফ আবাসনে ‘আটকে’ রেখেছে। বাড়ির লোকেরা এলাকার বাসিন্দা জেলা পরিষদের এক সদস্যাকে বিষয়টি জানান। এর পর বুধবার রাতেই বিএসএফ আবাসনে পৌঁছোয় পুলিশ। কিন্তু পুলিশ এবং বিএসএফ যৌথ ভাবে খোঁজ করেও নাবালিকার হদিস পায়নি। শেষমেশ বৃহস্পতিবার সকালে ৮৪টি আবাসনে তল্লাশি চালিয়ে মেয়েটিকে উদ্ধার করা হয়। ধরা হয় অভিযুক্ত নাবালককে।
Be the first to comment