আরজি করের সেমিনার হলের ভাইরাল ভিডিও প্রকাশ্যে, দেখা যাচ্ছে সন্দীপ ‘ঘনিষ্ঠ’ সহ বহু লোককে

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ দেশের উচ্চ আদালতে সিবিআইয়ের তরফ থেকে দাবি করা হয়েছিল আরজি কর হাসপাতালের অপরাধস্থলের চরিত্র বদলে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এলো আরজি করের সেমিনার হলের এক ভিডিও ফুটেজ। যেখানে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা একটি ঘর। কেউ দাঁড়িয় রয়েছেন, কেউ হাঁটাচলা করছেন। কেউ কেউ কথাও বলছেন নিজেদের মধ্যে। দৃশ্য বলতে শুধু এটুকুই। ৪৩ সেকেন্ডের ওই ভিডিয়ো প্রকাশ্যে এনে দাবি করা হয়, আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার যে সেমিনার হল মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল, ভিডিয়োটি সেই সেমিনার হলের। শুধু তা-ই নয়, মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের ঠিক পর পরেই সেখানকার দৃশ্য ওই ভিডিয়োয় বন্দি রয়েছে বলেও দাবি করা হচ্ছে। যদিও ভিডিয়োয় নিহত মহিলা চিকিৎসকের দেহ দেখা যাচ্ছে না (রোজদিন এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি)। ভিডিয়ো দেখেও কোনও ভাবেই বোঝার উপায় নেই যে, সেটি কবে, কখন তোলা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অন্তত ৩০ জন সেমিনার হলে ঢুকেছেন। সেখানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আপ্ত সহায়ক থেকে তাঁর ঘনিষ্ঠ আইনজীবীও উপস্থিত ছিলেন। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই ভিডিওর বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু জানায় নি, পাশাপাশি এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের উপর, তাঁরাও কোন সরকারিভাবে কিছু জানায় নি।
সেমিনার হলের ভিতরকার কোনও দৃশ্য প্রকাশ্যে আসেনি। সোমবার যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে, সেটি সেই সেমিনার হলেরই বলে দাবি করা হচ্ছে। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সেখানে আছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের তৎকালীন আপ্তসহায়ক প্রসূন চট্টোপাধ্যায়, সন্দীপের আইনজীবী শান্তনু দে, হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের শিক্ষক দেবাশিস সোম। আরজি কর মেডিক্যালের আউটপোস্টের ওসি সঞ্জীব মুখোপাধ্যায়কেও ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

রোজদিন এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি

অন্যদিকে, এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘আমিও দেখেছি ভিডিয়োটা। ওই সময় কেউ কেউ ঢুকে গিয়েছিলেন। কিন্তু ফরেন্সিক আসার পর তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছিল সেমিনার হল। এ ধরনের ঘটনা ঘটলে কৌতূহলীরা এ রকম ভাবে এসে পড়েন। তবে আমি বিশ্বাস করি, এই জঘন্য অপরাধের শাস্তি হবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*