
রোজদিন ডেস্ক, কলকাতা:- গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক মহিলার। জখম হন বেলুন বিক্রেতা-সহ আরও ৩ জন। কল্যাণীর ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলার আয়োজন করা হয়েছে।শনিবার রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটে নদিয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায়। মৃতার নাম মুসকান মণ্ডল,বয়স ২৪।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল। সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুন বিক্রি হচ্ছিল। সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন। তাঁদেরকে কল্যাণী জেএনএম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে বেলুন বিক্রেতা রয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া। তদন্তে কল্যাণী থানার পুলিশ নেমেছেন। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
Be the first to comment