পুরুলিয়ায় ইটভাটায় আচমকা বাজ পড়ে মৃত্যু এক মহিলা শ্রমিকের, আহত আরও ৪

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রকোপ। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টিপাত এমনকি শিলা বৃষ্টিও। এরই মধ্যে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলা শ্রমিকের। জানা যাচ্ছে, ইটভাটায় কাজ করতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় জখম হয়েছেন আরও ৪ শ্রমিক।

বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বোরো থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা শ্রমিকের নাম জবা মুদি। বয়স ৩১ বছর।
বোরো থানার আঁকরোর মুদিডি এলাকার বাসিন্দ ছিলেন ওই মহিলা। ঘটনায় জখম হয়েছেন, সুমি মুদি, সুরা মুর্মু, প্রকাশ কর্মকার ও বাসন্তি মুদি নাম আরো ৪জন। তাঁদের প্রত্যেকেই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই চিকিৎসাধীন। এদিন সকালে আচমকা মেঘ কালো করে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে আকাশে বিদ্যুতের ঝলকানি। সেই আবহেই কাজ করছিলেন পাঁচ শ্রমিক। সেই সময় বাজ পড়ে মারা যান মহিলা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*