রোজদিন ডেস্ক :-
অফিসে ‘অতিরিক্ত কাজের চাপ’, ‘মানসিক চাপ’-এর কারণে প্রাণ হারালেন ২৬ বছর বয়সী তরুণী। পুনেতে আর্নস্ট অ্যান্ড ইয়ং (ই ওয়াই) কোম্পানিতে চাকরি করতেন কেরালার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আন্না সেবাস্তিয়ান পেরাইল। চার মাস হয়েছিল চাকরিতে যোগ দিয়েছিলেন তিনি। অতিরিক্ত কাজ, ডেডলাইনের চাপ, এমনকি ম্যানেজারের তরফে ছুটির দিনেও কাজ করানো হত বলে দাবি করে পরিবার।
অসুস্থ হয়ে প্রাণ হারান তিনি এমনটাই অভিযোগ। মৃত তরুণীর মায়ের ই ওয়াই -কে লেখা একটি হৃদয়বিদারক চিঠি লেখেন। মেয়ের মৃত্যুর জন্য “ই ওয়াই এর চার মাস চালানো নির্মম অত্যাচার”কে দায়ী করেছেন৷ সঙ্গে এও বলেন, “ই ওয়াই থেকে কেউ তাঁর অন্ত্যেষ্টিক্রিয়াতেও যোগ দেয়নি।”
মৃতার মা অনিতা অগাস্টিন ইওয়াই কোম্পানির চেয়ারম্যান রাজীব মেমানিকে সম্বোধন করে চিঠি লেখেন। এরপরই একটি বিবৃতিতে, ‘আর্নস্ট অ্যান্ড ইয়ং’-এর তরফে জানানো হয়েছে, তরুণীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারকে সমস্ত সহায়তা প্রদান করেছে। ই ওয়াই এর বিবৃতিতে বলা হয় তিনি একজন “যোদ্ধা”। অগাস্টিন বলেছিলেন, “তিনি স্কুল এবং কলেজে তার সমস্ত পরীক্ষায় শীর্ষে ছিলেন এবং ই ওয়াই -তে অক্লান্তভাবে কাজ করেছেন, কাজের সব চাহিদা পূরণ করেছেন।”
তরুণীর মা চিঠিতে জানান, “মেয়ে বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় সাফল্যের চাবিকাঠি।” তিনি আরো জানান, “পুনেতে কনভোকেশনের সময় তাঁর স্বাস্থ্যের অবনতি শুরু হয়। শনিবার, ৬ জুলাই, আমার স্বামী এবং আমি সিএ সমাবর্তনে যোগ দিতে পুনে পৌঁছন। এক সপ্তাহ ধরে গভীর রাতে তাঁর পিজিতে পৌঁছনোর পর সে বুকে ব্যথার অভিযোগ করছিল। তাঁকে পুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর ইসিজি স্বাভাবিক ছিল এবং কার্ডিওলজিস্ট আমাদের ভয় দূর করতে এসে আমাদের জানান, তিনি পর্যাপ্ত ঘুম হচ্ছে না এবং খুব দেরি করে খাচ্ছেন।”
Be the first to comment