রং খেলার নামে ডেকে কুপিয়ে খুন তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দোলের দিনে রক্তাক্ত টিটাগড়। রং খেলার নামে ডেকে তৃণমূল কাউন্সলর ঘনিষ্ঠ এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। দোল খেলার উদ্দীপনার মাঝেই যুবককে একের পর এক ছুরির কোপ মারা হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহত যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহতের নাম আকাশ  যাদব ওরফে অমর। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম পবন রাজভড়। বাকিরা পলাতক। এলাকায় ব্যাপক উত্তেজনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়দহের ১৩ নং ওয়ার্ড এলাকার অন্তর্গত টিটাগড়ের জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দোল খেলা। তার মাঝে আকাশকে রং খেলার জন্য ডেকে আনে কেউ বা কারা। তিনি সেখানে পৌঁছতেই রংমাখা কয়েকজন যুবক ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দোলের আনন্দের মাঝে এমন নৃশংস হত্যাকাণ্ডে নিমেষে শোকের ছায়া এলাকায়।
মৃতের পরিবারের দাবি, মোট তিন জন এই খুনের সঙ্গে জড়িত। আকাশের দাদা বলেন, ‘‘ভাই বাড়ি থেকে ফিরছিল। সামনে একটি গন্ডগোল হয়েছিল। ও আমাকে বলেছিল, ‘বাড়ি যাও। আসছি।’ আমি বাড়ি এসে খেতে বসেছি। হঠাৎ শুনলাম, ভাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বলে দেন, আমার ভাই আর নেই!’’
পুলিশ সূত্রে খবর, তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের হয়েছে। তারা হল পবন রাজভড়, রাজ তিওয়ারি ও কানাই তিওয়ারি। পুরনো কোনও শত্রুতার জেরে এই ঘটনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*