
রোজদিন ডেস্ক, কলকাতা :- পাটনা জংশনে শনিবার সন্ধ্যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এক যুবক পশ্চিমী ফুটওভার ব্রিজ থেকে লাফিয়ে পড়ে এবং ২৫ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে ধাক্কা খেয়ে জীবন্ত পুড়ে মারা যায়। এই ঘটনা প্ল্যাটফর্ম ৮ ও ৯ এর মাঝে ঘটে, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে ,যুবক প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়ে হাঁটছিল এবং পশ্চিমী ফুটওভার ব্রিজে ওঠে। সে দুই-তিনবার সেখানে চক্কর দেওয়ার পর হঠাৎ করে ব্রিজের ৫ ফুট উঁচু জালিতে উঠে পড়ে এবং নিচে লাফিয়ে পড়ে। নিচে পড়ার আগে সে ২৫ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে, ফলে সে মুহূর্তেই আগুনের শিখায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং রেল ট্র্যাকে পড়েই তার মৃত্যু হয়।
ঘটনার পর প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রী ও পুলিশ কর্মকর্তাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। যতক্ষণ কেউ কিছু বুঝতে পারে, যুবক ঘটনাস্থলেই মারা যায়। তার পুরো শরীর মারাত্মকভাবে পুড়ে গিয়েছিল। পাটনা জংশন জিআরপি থানার অফিসার রাজেশ কুমার সিনহা জানিয়েছেন যে, মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Be the first to comment