রোজদিন ডেস্ক :- ফের একবার মর্মান্তিক দৃশ্য ।গনপিটুনির জেরে মৃত্যু হলো এক যুবকের। নিঃশব্দে সাক্ষী থাকল গোটা রাজ্য। উত্তেজিত জনতার প্রহারে মৃত্যু হল নৈহাটির ওই যুবকের। চোর সন্দেহে ওই যুবকের প্রতি মারমুখী হয়ে ওঠে স্থানীয়রা। গণপ্রহারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। তবে আইনের আওতার বাইরে নয় কেউই। ইতিমধ্যেই এই ঘটনার জেরে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মর্মান্তিক এই ঘটনার জেরে এলাকায় আবহাওয়া বর্তমানে থমথমে। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে সরাসরি খুনের তকমাও দেওয়া হচ্ছে এলাকাবাসীদের একাংশের তরফ থেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আবাসন তৈরির কাজ চলছিল। কিন্তু বেশ কিছুদিন যাবৎ উধাও হয়ে যাচ্ছিল নির্মাণ সামগ্রী। স্থানীয়রা সুরজ চৌধুরী নামক ২৭ বছর বয়সী ওই যুবককে সন্দেহ করতে শুরু করেন। সেই কারণেই তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এমনকি কোনও প্রমাণ ছাড়াই বেধড়ক মারধর করা হয় তাঁকে। গণপিটুনি খেয়ে রক্তাক্ত অবস্থাতেই রাস্তায় লুটিয়ে পড়ে সুরজ। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে শোকে ভেঙে পড়েছেন মৃত যুবকের পরিবারের সদস্যরা।রাতভর তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে। এখন প্রশ্ন উঠছে কোনও প্রমাণ ছাড়াই কেন ওই যুবককে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিলেন ওই স্থানীয়রা । তা নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Be the first to comment