
রোজদিন ডেস্ক, কলকাতা:- চলন্ত ট্রেনের কামরার ভিতর ধর্ষণের চেষ্টা! অভিযোগ, কামরার ভিতরে তরুণীকে একা পেয়ে ধর্ষণ করা চেষ্টা করে এক যুবক। দুষ্কৃতীর হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেয় ওই তরুণী। যার ফলে মাথা ফেটে গুরুতর আহত হন ওই মহিলা।জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আছেন তিনি, তবে বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে সূত্র মারফত। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানা এলাকায়।
সূত্রের খবর, সেকেন্দ্রাবাদ থেকে একটি ট্রেনে ওঠে বছর তেইশের ওই তরুণী। ওই ট্রেনে যখন তরুণী ওঠে সেসময় আরও তিন জন মহিলা ওই কামরায় ছিল। তবে পরের স্টেশনে নেমে যায় তারা। তখই একটি অচেনা যুবক ওঠে কামরায়। অভিযোগ, কমারায় তরুণীকে একা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে ওই যুবক। নিজের প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দেয় ওই মহিলা। ইতিমধ্যেই অচেনা যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Be the first to comment