
রোজদিন ডেস্ক, কলকাতা:- গড়িয়াহাট মোড়ে রাতের অন্ধকারে রক্তাক্ত কাণ্ড! এক যুবককে চপার দিয়ে কোপানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আক্রান্ত যুবকের নাম রকি রাজবংশী ওরফে ভলু, বয়স আনুমানিক ২৭ বছর। বর্তমানে তিনি পার্ক সার্কাসের চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ।
সোমবার রাত ২টো নাগাদ ককুলিয়ায় প্রথমে ঝামেলা বাঁধে রকি ও তিন যুবক-ভোলা, যিশু, এবং পিংকুর মধ্যে। পরে তাকে গড়িয়াহাট মোড়ে ডেকে নিয়ে গিয়ে রাস্তার মাঝে ফেলে ধারালো চপার দিয়ে একাধিকবার কোপানো হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। জানা গিয়েছে, জগদ্ধাত্রী বিসর্জনের সময়েও এরকম বিবাদ হয়েছিল রকির সঙ্গে ওই তিনজনের।
গড়িয়াহাটের মতো ব্যস্ত এলাকাতেই এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অনেকেই বলছেন, এই এলাকাতেও অপরাধমূলক ঘটনা বারবার ঘটছে, এবং এর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
Be the first to comment