তরুণী ছাত্রীকে বন্ধুর ফ্ল্যাটে ডেকে মদ্যপান করে ধর্ষণ

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বন্ধুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে অচৈতন্য অবস্থায় ধর্ষণ। খাস কলকাতায় বর্ষবরণের রাতেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ২১ ডিসেম্বর ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকায় একটি ফ্ল্যাটে। এরপরই মঙ্গলবার রাতে ওই তরুণী তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গড়ফা থানায় এসে ঘটনাটি নিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তরুণকে গ্রেফতার করে গড়ফা থানার পুলিশ।
এরপরই তদন্তে নেমে কলকাতা পুলিশের আধিকারিকরা জানতে পেরেছেন, ওই নির্যাতিতা তরুণী শহরের একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী। তিনি যে যার বিরুদ্ধে অভিযোগ করছেন ওই তরুণও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। তরুণীর সঙ্গে একই কলেজে পড়েন। নির্যাতিতা তরুণীর অভিযোগ, তাঁদের মধ্যে বেশ কয়েক বছর আগে একটি সম্পর্ক ছিল। তবে যে কোনও কারণে সেই সম্পর্ক থেকে দুজনেই বেরিয়ে আসেন। এরপর যোগাযোগ না থাকলেও গত বছরের ডিসেম্বর মাসে তাঁদের মধ্যে আবার কথাবার্তা শুরু হয়। এরপরেই গত ২১ ডিসেম্বর ওই অভিযুক্ত গড়ফায় তাঁর বন্ধুর ফ্ল্যাটে তরুণীকে নিয়ে যায়। তিনি একাধিকবার মানা করা সত্ত্বেও কার্যত জোরজবস্তি করে তরুণীকে মদ্যপান করানো হয়। এরপর যখন তিনি অচৈতন্য হয়ে পড়েন ওই তরুণ তাঁকে ধর্ষণ করে বলে ওই তরুণীর অভিযোগ। এমনকি ওই তরুণীর এও অভিযোগ, বিষয়টি যখন ওই তরুণকে তিনি জানান এবং সেই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, ওই সময় তরুণ নির্যাতিতাকে হুমকি পর্যন্ত দেয়। পরে গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান তরুণী। এরপর মঙ্গলবার রাতে গড়ফা থানায় পরিবারের সদস্যদের নিয়ে হাজির হন তরুণী। তারপরেই গোটা বিষয়টি নিয়ে ওই তরুণী পুলিশের কাছে লিখিত জমা দেয়। এরপরই তদন্ত নেমে গড়ফা থানার পুলিশ জানতে পারে, অভিযুক্ত ওই তরুণের বাড়ি বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানা এলাকায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে থানার মহিলা কর্মী-সহ বাহিনী নিয়ে বাগুইআটি থানা এলাকায় ওই তরুণের বাড়িতে পৌঁছয় কলকাতা পুলিশ। গভীর রাতেই ওই তরুণকে আটক করে গড়ফা থানায় নিয়ে আসা হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। তাঁকে আজ আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
অন্যদিকে, তদন্ত নেমে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত তরুণের বাড়ি বাগুইআটি থানা এলাকায় হলেও ঘটনাটি ঘটে গড়ফা থানা এলাকার একটি ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটটি আবার অভিযুক্ত তরুণের এক বন্ধুর। ইতিমধ্যেই অভিযুক্তের ওই বন্ধুকে থানায় ডেকে পাঠানো হয়েছে। কী কারণে তিনি তাঁর বন্ধুকে ওই ফ্ল্যাটটিতে থাকতে দিয়েছিলেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কি না সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করার কাজ ইতিমধ্যেই শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা। পাশাপাশি, ওই নির্যাতিতা তরুণীর মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই যেই ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সেটি সিল করে দেওয়া হয়েছে। আজ ঘটনাস্থলে যেতে পারেন ফরেনসিক বিশেষজ্ঞ বলে সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*