
রোজদিন ডেস্ক, কলকাতা:- মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে ঘোরাঘুরি। সোমবার দুপুরে কলকাতা পুরসভায় আটক এক সন্দেহভাজন। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম বিশ্বাস। প্রথমে তাঁকে আটক করেছিল পুরসভার পুলিশ। পরবর্তীতে তাঁকে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়।
জানা যাচ্ছে, সোমবার দুপুর ১টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। মেয়র ফিরহাদ হাকিমের ঘরের সামনে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল রফিকুল নামের ওই ব্যক্তিকে। তিনি কোথায় যাবেন এই বিষয়ে জিজ্ঞেস করলে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে খবর। ওই যুবকের কথায় অসঙ্গতি রয়েছে বলে জানা যাচ্ছে।
এদিন প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সময় ওই ব্যক্তি নাকি বলেন, তিনি দুবাইয়ে থাকতেন। জানা যাচ্ছে, তাঁর কথাবার্তার পাশাপাশি নথিপত্রেও অসঙ্গতি পাওয়া গিয়েছে। আধার কার্ডের সঙ্গে পাসপোর্টের মিল নেই বলে খবর। এরপরই ওই যুবককে প্রথমে কলকাতা পুরসভার পুলিশ আটক করেছিল। এরপর অসঙ্গতি মেলায় নিউ মার্কেট থানার পুলিশ তাঁকে নিয়ে যায়। এই ঘটনা যখন ঘটেছিল সেই সময় মেয়র ফিরহাদ হাকিম কেএমসি-তে ছিলেন না। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। তবে তাঁর হাবভাব দেখে অনেকের অনুমান তিনি মানসিক ভারসাম্যহীন। ইতিমধ্যেই ওই যুবককে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়েছে। সত্যিই তাঁর কোনও মানসিক সমস্যা রয়েছে নাকি বিষয়টা অন্য কিছু, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ধৃত যুবক বাংলাদেশি বলে সন্দেহ করছে পুলিশ। সাম্প্রতিক অতীতে শহর কলকাতা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এবার খোদ কলকাতা পুরসভায় মেয়রের ঘরের সামনে থেকে আটক করা হল এক সন্দেহভাজনকে।
Be the first to comment