বিশেষ প্রতিনিধি,
বুধবার আধার মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের অবস্থান স্পষ্ট করলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলছিল আধার মামলার শুনানি। তখনই শীর্ষ আদালত জানিয়ে দেয় মোবাইল ফোনের সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক, এমন কোনও নির্দেশ আগে দেয়নি সুপ্রিম কোর্ট।
আইনজীবী রাকেশ দ্বিবেদীর দায়ের করা এক মামলায় একথা জানিয়েছে আদালত। এরআগে, ২০১৭ সালের শেষের দিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী মোবাইলের সিম কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের শেষ তারিখ ছিল ২৮ ফেব্রুয়ারি। ওই তারিখের মধ্যে যদি সংযুক্তিকরণের কাজটি শেষ না করা যায়, তা হলে সিম কার্ড ব্লক হয়ে যাওয়ার কথা বলা হয়৷
২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি আদালত যে নির্দেশ দিয়েছিল তা বুঝতে ভুল করেছে কেন্দ্রীয় সরকার। সিমের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক, একথা কোনওদিনই বলেনি সুপ্রিম কোর্ট৷ বুধবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল শীর্ষ আদালত৷
গত ৩০ মার্চের হিসেব অনুযায়ী, ৮৮.২ শতাংশ ভারতীয়রই রয়েছে আধার নম্বর। কিন্তু মোবাইল ব্যবহারকারীদের মাত্র ২৫ শতাংশই সিম কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করেছে। টেলিকম মন্ত্রক চেয়েছিল যত দ্রুত সম্ভব এই সংখ্যাটা বাড়াতে। তাই নির্দেশিকাও জারি করে কেন্দ্র৷ তবে বুধবার সেই নির্দেশিকাকে কার্যত খারিজ করে দিল শীর্ষ আদালত৷
Be the first to comment