আধার নম্বর সংযুক্তিকরণ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বরের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ তাই ৩১ মার্চের মধ্যে করাটা আর বাধ্যতামূলক নয়৷ এখন আধার লিঙ্কের সময়সীমা অনির্দিষ্টকালের জন্য বাড়াল সুপ্রিম কোর্ট৷ এর আগে আধার লিঙ্ক সংযুক্তিকরণের শেষ দিন ছিল ৩১ মার্চ৷ চূড়ান্ত রায় না দেওয়া পর্যন্ত আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়৷ এই কথাই স্পষ্ট ভাবে জানিয়ে দিল শীর্ষ আদালত৷
প্রসঙ্গত, প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয় আধার সংযুক্তিকরণের বিষয়টি সরকার কখনই বাধ্যতামূলক করতে পারে না৷ তৎকাল পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রেও তাই৷ এর ফলে আধার লিঙ্ক করার কোনও সময়সীমা আর থাকল না। ৩১ মার্চের পরেও সংযুক্ত করা যাবে আধার।
Be the first to comment