একাধিক জনের আধার কার্ড বাতিল হচ্ছে! এই সংক্রান্ত মেসেজ, নোটিস ঘিরে এখন চরম আতঙ্ক-বিভ্রান্তি ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি দেখে নেওয়ার আশ্বাস দিয়েছেন। সোমবারই নবান্নের তরফে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসা হচ্ছে এই নিয়ে আলোচনায়। এদিকে আধার-ইস্যুতে সক্রিয় বিজেপিও। নবান্নের তরফে বৈঠকে বসার আগেই বিজেপি রাজ্য নেতৃত্ব কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে। জানিয়ে দিলেন, সমস্যার সমাধানের উপায়ও! বিজেপির রাজ্য সভাপতি আশ্বাস দিলেন, রাতেই মধ্যেই চালু হয়ে যাবে নিষ্ক্রিয় আধারকার্ডগুলো। চিন্তা করার কোনও কারণ নেই। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলে জানালেন সুকান্ত। পাশাপাশি এও বললেন, মুখ্যমন্ত্রীর পোর্টালে অভিযোগ জানানোর প্রয়োজন নেই। বিজেপি অফিসে অভিযোগ জানান।
অন্যদিকে, টুইট করে বিষয়টির আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনিও জানিয়েছেন, নিষ্ক্রিয় হওয়া অধার কার্ডগুলো ২৪ ঘণ্টার মধ্যে সক্রিয় হবে। কেন্দ্রের তরফ থেকে তিনি এ সংক্রান্ত আশ্বাস পেয়েছেন। তিনি জানান, রাঁচির আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল আধার কার্ডগুলো। সেটি প্রযুক্তিগত কোনও সমস্যা হতে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্তারা এবিষয়ে কিছুই জানতেন না বলে জানান শুভেন্দু। তিনি জানান, যে কার্ডগুলো UIDAI-এর রাঁচি আঞ্চলিক অফিস থেকে নিষ্ক্রিয় করা হয়েছিল।
Be the first to comment