অবশেষে স্বস্তি। বাড়ল আধার ও প্যানকার্ড সংযুক্তিকরণের সময়সীমা। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ জুন ছিল আধার সংযুক্তি করণের শেষ দিন। সেই হিসেব শনিবারই ছিল শেষ দিন। পরবর্তীতে কী হবে তা নিয়ে চলছিল জল্পনা। তবে সবাইকে স্বস্তি দিয়ে শেষ সময়সীমা আরও বাড়িয়ে দিল সিবিডিটি। সংযুক্তিকরণের সময়সীমা বাড়িয়ে ২০১৯-এর ৩১ মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, আধারকে বাধ্যতামূলক করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল। সেই মামলার এখনও চূড়ান্ত ফয়সলা হয়নি। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে আধারের মামলাটি বিচারাধীন রয়েছে। তখনই অনির্দিষ্টকালের জন্য আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছিল। সেসময় সুপ্রিম কোর্ট অবশ্য আরো জানিয়েছিল, অনেকেরই এখনও আধার কার্ড নেই৷ তাই আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করতে পারবে না৷ নতুন করে সময় সীমা বাড়ানোই কিছুটা হলেও দুশ্চিন্তা মিটল সাধারণ মানুষের। সূত্রের খবর, বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাঁদের আধার কার্ড নেই, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানা গিয়েছে ৷
Be the first to comment