আধার কার্ড কি নাগরিকদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধ্যতামূলক করা হবে? সুপ্রিম কোর্টের পাঁচ প্রবীণতম বিচারপতি এই নিয়ে রায় দেবেন বুধবার। আধার কার্ডকে বাধ্যতামূলক করার বিপক্ষে সুপ্রিম কোর্টে ২৭ টি আবেদন জমা পড়েছিল। টানা ৩৮ দিন ধরে তার ভিত্তিতে শুনানি হয়েছে।
ইতিমধ্যে ১০০ কোটির বেশি ভারতীয় আধার কার্ড করিয়েছেন। তাঁরা যে ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর পেয়েছেন, তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, সেলফোন সার্ভিস, পাসপোর্ট, এমনকী ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে।
সুপ্রিম কোর্টে আবেদনকারীদের বক্তব্য, এতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ভঙ্গ করা হচ্ছে। আধার কার্ডের জন্য যে তথ্যগুলি দিতে হবে, তাও ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের বক্তব্য, আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ। ফাঁস হওয়ার ভয় নেই। এই কার্ডের সাহায্যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফলগুলি পৌঁছে দেওয়া যাবে। মাঝপথে কেউ চুরি করলে ধরা পড়বে।
গতবছর সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিলেন, জীবনের অধিকার ও ব্যক্তিস্বাধীনতার সঙ্গে গোপনীয়তার অধিকার অঙ্গাঙ্গীভাবে জড়িত। সংবিধানের ২১ নম্বর ধারায় সেকথা বলা আছে। বুধবার তাঁরা কী বলেন, সে জন্য অপেক্ষা করে আছে সারা দেশ।
Be the first to comment