সরাসরি আধার নম্বর দেওয়ার দিন শেষ। রবিবার থেকেই চালু হল ‘ইউআইডিএআই’র ভার্চুয়াল আইডি সিস্টেম। এতদিন ‘কেওয়াইসি’র জন্য টেলিকম থেকে শুরু করে বিভিন্ন বেসরকারি সংস্থাকেও দিত হত আধার নম্বর। ব্যাক্তিগত তথ্য ফাঁসের ভয়ে অনেকেই তা দিতে আপত্তি জানাতেন। সেসব কথা মাথায় রেখেই চালু করা হয়েছে ভার্চুয়াল আইডি সিস্টেম। এর মাধ্যমে গ্রাহক একটি ১৬ সংখ্যার নম্বর জেনারেট করতে পারবেন। আধারের বদলে সেই নম্বরই দেওয়া হবে বেসরকারি সংস্থাগুলিকে। এই নম্বর দিয়ে একটি ইউনিক আইডেন্টিফিকেশন টোকেন পাবে সংস্থাগুলি। এর ফলে গ্রাহকের নাম, ঠিকানা, ছবির মতো আধারের আংশিক তথ্য হাতে পাবে সংস্থাগুলি। গোপনীয়তা ক্ষুন্ন হওয়ার সমস্যা ঠেকানো যাবে। তবে আয়কর বিভাগের মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরো আধার তথ্যই পাওয়া যাবে। প্রক্রিয়াটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুরোপুরি কার্যকরী হবে আগস্ট মাস থেকে। ইউআইডিএআই-এর চিফ এক্সিকিউটিভ অজয় ভূষণ পান্ডে জানান, ‘নাগরিকদের গোপনীয়তা বজায় রাখতে ভার্চুয়াল আইডি একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা পদক্ষেপ। আধার বিথ্তিক তথ্য যাচাইয়ের জন্য এই ভিআইডি ব্যবহার করা যাবে’। যদিও অনেক সংস্থাই এই ব্যবস্থার জন্য তৈরি নয়। তাদের প্রস্তুতির জন্যে কিছুটা সময় দেওয়া হবে বলে জানিয়েছে ইউআইডিএআই কর্তৃপক্ষ। তবে সেজন্য সংস্থাগুলিকে প্রতি ট্রানজাকশনের জন্য ২০ পয়সা করে অতিরিক্ত গুনতে হবে। কিন্তু ৩১-এ জুলাইয়ের মধ্যে সিস্টেম প্রস্তুত হয়ে গেলে বাড়িত মাশুল লাগবে না। ব্যাঙ্কগুলির ক্ষত্রে ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
Be the first to comment