সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ বিল (দ্বিতীয় সংশোধনী) ও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিল পেশের পরই বিরোধী দলনেতা কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী তীব্র ভাষায় কেন্দ্রকে আক্রমণ করেন ৷ তিনি জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা চান ৷ অভিযোগ তোলেন, নিয়ম ভেঙে রাজ্যটিকে দু’ভাগ করা হচ্ছে ৷ জম্মু ও কাশ্মীর ইস্যু ১৯৪৮ থেকে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষণে রয়েছে ৷ তাহলে একে আমরা কি বলব অভ্যন্তরীণ না আন্তর্জাতিক? সিমলা চুক্তি ও লাহোর সমঝোতা দুটিই কি দ্বিপাক্ষিক না অভ্যন্তরীণ বিষয়?
এছাড়াও কয়েকদিন আগেই মার্কিন বিদেশসচিব মাইক পম্পিওর সাথে বিদেশ মন্ত্রী এস জয়শংকরের আলোচনার প্রসঙ্গ তুলে অধীরবাবু প্রশ্ন তোলেন, যখন বিদেশমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন, কাশ্মীর ইস্যু দ্বিপাক্ষিক বিষয় এবং কোনও বাইরের প্রভাব এতে বরদাস্ত করা হবে না, তখন বিষয়টি কি আর অভ্যন্তরীণ থাকে? এর জবাবে অমিত শাহ বলেন, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, এর সঙ্গে আইনও জড়িয়ে আছে ৷ জম্মু ও কাশ্মীর ভারতের অভিন্ন অঙ্গ ৷ ৩৭০ ধারা তুলে নেওয়ার যে প্রস্তাব করা হয়েছে সেখানে ধারার ১ (সি) অংশটি বলবৎ থাকছে ৷ ওই অংশে স্পষ্টই বলা আছে জম্মু ও কাশ্মীর ভারতীয় গণরাজ্যের অংশ এবং সংসদ জম্মু ও কাশ্মীরে আইন প্রণয়ন করতে পারে ৷
এরপরই বিরোধীরা একযোগে সরকারকে আক্রমণ করে এবং জানতে চায় জম্মু ও কাশ্মীর বলতে সরকার কোন এলাকাকে ঠিক বোঝাচ্ছে ৷ উত্তরে শাহ বলেন, কোন নিয়ম ভাঙা হয়েছে? পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ ৷ পাক অধিকৃত কাশ্মীরের জন্য প্রাণ দিয়ে দেব ৷ আমি যখন বলেছি জম্মু ও কাশ্মীর, তার মানে পাক অধিকৃত কাশ্মীরও তার মধ্যে রয়েছে ৷ একই ভাবে রয়েছে আকসাই চিনও ৷ বিলে পাক অধিকৃত কাশ্মীরকে অন্তর্ভূক্ত করা হয়েছে ৷ আকসাই চিনও ভারতের অংশ।
এদিন কী বললেন অধীর রঞ্জন চৌধুরী?
শুনুন!
Be the first to comment