ছবি- প্রশান্ত দাস
রিপোর্টার- অপর্ণা দাস
বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হন অধীর রঞ্জন চৌধুরী। এদিন একদিকে যেমন নির্বাচন কমিশন ঠিক তেমনই অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন অধীর। পাশাপাশি রাজ্যের পুলিশ পর্যবেক্ষক এবং মুখ্য নির্বাচনী আধিকারিক বিবেক দুবেকে তীব্র আক্রমণ করে অধীর বলেন, বিবেক এরাজ্যের শাসক দলের হয়ে কাজ করছেন। অন্যদিকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে তিনি পাওয়ার করিডরের দালাল বলেও সম্বোধন করেন। আর এমন পরিস্থিতির কথা সরাসরি দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকেই তিনি বলবেন এবং বিবেক দুবের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে অভিযোগ জমা দেবেন। আর সেকারনেই আজ দিল্লি রওনা হয়ে গিয়েছেন অধীর।
উল্লেখ্য, রাজ্যের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের বিরুদ্ধে তীব্র নিন্দা করে অধীর চৌধুরী এদিন বলেন, এক জন প্রার্থী হিসেবে আমি বিবেক দুবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তাঁকে বার বার ফোন করেছি, এসএমএস পাঠিয়েছি। তিনি একবার মাত্র আমার এসএমএস-এর জবাব দিয়েছিলেন। আর কোনও এসএমএস-এর জবাব দেননি, ফোনও ধরেননি। ভোটগ্রহণের দিন নানা অভিযোগ জানানোর চেষ্টা করলেও বিবেক দুবের সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যায়নি বলে অধীরের অভিযোগ।
তবে এদিন সাংবাদিকদের প্রশ্নে বারবার মেজাজ হারিয়ে ফেলেন অধীর রঞ্জন চৌধুরী।
দেখুন ছবি-
Be the first to comment