গান্ধী পরিবারের নিরাপত্তায় SPG কেন তোলা হল? সংসদে ফের সরব কংগ্রেস

Spread the love

শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও বিরোধীদের হইহট্টগোলে উত্তাল লোকসভা ৷ গান্ধী পরিবারের নিরাপত্তায় কেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG) তুলে দেওয়া হলো, তা নিয়ে মঙ্গলবার ফের সরব হলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ৷ এছাড়াও একাধিক ইস্যু নিয়ে সরকারের বিরুদ্ধে সংসদের ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেন কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স মিলিয়ে ২০ জন সাংসদ ৷

এদিন কংগ্রেস সাংসদরা স্লোগান দিতে থাকেন, প্রতিশোধের রাজনীতি বন্ধ করুন ৷ একনায়কতন্ত্র নিপাত যাক৷ আমরা বিচার চাই ৷’ বেশ কয়েক জন কংগ্রেস সাংসদ তামিল ভা৷ষাতেও স্লোগান দিচ্ছিলেন ৷ গান্ধী পরিবারের এসপিজি প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে কংগ্রেস ৷

সাংসদ ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন, কাল যদি গান্ধী পরিবার ও মনমোহন সিংয়ের উপর কোনও হামলা হয়, তার দায় নেবে বিজেপি ৷ ওঁরা যাতে সাধারণ মানুষের কাছে না-যেতে পারেন, তার জন্যই এসপিজি তুলে নেওয়া হয়েছে ৷ গান্ধী পরিবারের এসপিজি প্রত্যাহার প্রসঙ্গে তুলে অধীর বলেন, ওঁরা সাধারণ নন ৷ কেন হঠাত্‍ এসপিজি তুলে দেওয়া হল? কী প্রয়োজন পড়লো? বিজেপি সরকারের আমলে তো এটা হয়নি।

পাশাপাশি জেএনইউ-এর বিক্ষোভরত পড়ুয়াদের উপর লাঠিচার্জের তীব্র নিন্দা করে বহুজন সমাজ পার্টি কুঁয়ার দানিশ বলেন, যে ভাবে ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ নিন্দার যোগ্য ৷ সরকারের উচিত ক্ষমা চাওয়া।

এদিন প্রবল হট্টগোলের মধ্যে দুপুর ৩টে পর্যন্ত অধিবেশন মুলতুবি করেন স্পিকার ওম বিড়লা ৷

এদিন কী বললেন অধীর চৌধুরী?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*