উত্তরপ্রদেশে নিজের গাড়ির ভিতর থেকেই উদ্ধার হলো আম আদমি পার্টির নেতার দগ্ধ দেহ

Spread the love
উত্তরপ্রদেশে উদ্ধার হলো এক আম আদমি পার্টির নেতার দগ্ধ দেহ। তাও আবার তাঁরই গাড়ির ভিতর থেকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নবীন দাস। উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ওই গাড়ি এবং নেতার দেহ।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আচমকাই ওই গাড়িতে আগুন ধরে যেতে দেখেন স্থানীয়রা। তারাই খবর দেন পুলিশে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। এবং গাড়ির চালকের আসন থেকে উদ্ধার করে বছর পঁচিশের ওই নেতার দগ্ধ দেহ। উদ্ধার হয়েছে নেতার মোবাইল ফোনও। ফোন খতিয়ে দেখে পুলিশ জানতে পেরেছে দুর্ঘটনার খানিক্ষণ আগে পর্যন্তও হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তিনি।
মৃত নবীন দাসের পরিবারের অভিযোগ, নবীনের মৃত্যু স্বাভাবিক নয়। এর পিছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র। পুলিশের কাছে তাঁরা অভিযোগ জানিয়েছে বলেছেন, প্ল্যান মাফিক ফাঁকা জায়গায় ডেকে পাঠানো হয়েছিল নবীনকে। তারপর তাঁর গাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তাঁদের আরও অভিযোগ, সম্ভবত আগুন লাগানোর আগে নবীনকে গাড়িতে বন্ধ করে রেখেছিল আততায়ীরা। সেই জন্য বাইরে আসতে পারেননি তিনি। এ দিকে পুলিশের অনুমান গাড়ির যান্ত্রিক গোলযোগের কারনেও আগুন লাগতে পারে। সম্ভবত সেই সময় গাড়ির চাবি খুঁজে পাননি নবীন। তাই বাইরে বেরোতে পারেননি।
তবে এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে কোনও গভীর ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই দেখা করেছেন মৃতের পরিবারের সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*