স্বাধীনতা দিবসের মধ্যরাতে কলকাতার বুকে বিভিন্ন এলাকায় মেয়েদের রাত দখলের কর্মসূচি শুরু হয়েছিল দফায় দফায়। ঠিক সেই সময়েই আরজি কর হাসপাতালের সামনে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ আচমকাই আন্দোলনকারী একদল যুবক যুবতী হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পুলিশ। পাশাপাশি আরজি কর হাসপাতালের সামনে প্রতিবাদী মঞ্চ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সূত্রের খবর, এই পরিস্থিতির মোকাবিলা করতে গিয়ে অনেক পুলিশ কর্মী জখম হয়েছেন। বহিরাগত আক্রমণকারীদের হাতে ছিল রড,লাঠি, এবং পাথর ছুঁড়ে ভাঙ্গা হয়েছে অনেক পুলিশের গাড়ি ও হাসপাতালের একাধিক ওয়ার্ড এর জানলা।
এর পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে নামানো হয় র্যাফ। হামলাকারী দের হাটানোর জন্য কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। এই পরিস্থিতি তে হামলাকারীদের ছোঁড়া পাথরে এক পুলিশকর্মীর মাথা ফেটে যায়। কিন্তু হাসপাতালে এত কাণ্ড ঘটলো অথচ পুলিশ কর্মী দ্রুত পদক্ষেপ কেনো নিলো না, থেকে যাচ্ছে প্রশ্ন। সুত্র মারফৎ জানা যাচ্ছে আরজি করে আস্তে চলেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনিথ গোয়েল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পুলিশ কমিশনার এর কথা হয়েছে, তিনি বলেন, আরজি করে মাত্রা ছাড়া গুন্ডামি ও ভাঙচুর হয়েছে। যে বা যারা এই হামলাযর সাথে জরিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
বিস্তারিত আসছে..
Be the first to comment