প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা অবনী রায়। বৃহস্পতিবার দিল্লিতে আরএসপি নেতা তথা প্রাক্তন সাংসদের মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৫ বছর। অবনীবাবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মমতা লিখেছেন, ‘প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তথ্য ও সংস্কৃতি বিভাগ
পশ্চিমবঙ্গ সরকার
নবান্ন, ৩২৫ শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া ৭১১১০২
স্মারক সংখ্যা: ১৭৩/আইসিএ/এনবি
তারিখ: ২৫/১১/২০২১
*মুখ্যমন্ত্রীর শোকবার্তা*
বিশিষ্ট রাজনীতিবিদ অবনী রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে নতুন দিল্লিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর। প্রবীণ আরএসপি নেতা অবনীবাবু রাজ্যসভার সাংসদ ছিলেন। সমাজ কল্যাণমূলক কাজকর্মে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর প্রয়াণে রাজনৈতিক জগতে অপূরণীয় ক্ষতি হল।
আমি অবনী রায়ের আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
*মমতা বন্দ্যোপাধ্যায়*
২০১৬ সালের জুন মাসে অবনী রায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই থেকেই তিনি অসুস্থ। দীর্ঘ দিন প্রায় শয্যাশায়ী ছিলেন। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তিন বার রাজ্যসভা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন তিনি। ১৯৫৯ সালে মাত্র ২০ বছর বয়সে রাজনীতিতে যোগ দিয়ে অবনীবাবু দীর্ঘ সময় আরএসপি-র সর্বভারতীয় মুখ হিসেবে পরিচিত ছিলেন। একটা সময় আরএসপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন।
১৮৭৮ সালে কলকাতা পুরসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর পরে ১৯৯৮ থেকে ২০১১ রাজ্যসভার সাংসদ ছিলেন। বামেদের সমর্থনে প্রথম মনমোহন সিংহ সরকার পরিচালনার ক্ষেত্রে বাম নেতৃত্ব হিসেবে বিশেষ ভূমিকায় দেখা যায় অবনী রায়কে।
Be the first to comment