বিধানসভা নির্বাচনের মুখে রোজই নতুন নতুন সমীকরণ ঘটছে বঙ্গ রাজনীতিতে। এমন আবহে আরেক নয়া সমীকরণ সামনে আনলেন বাংলায় বিজেপির সহ পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। এদিন টুইটারে কৈলাস লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সমীকরণ! পীরজাদা আব্বাস সিদ্দিকি তৃণমূলের উপমুখ্যমন্ত্রী, কংগ্রেস ও সিপিএম জোটের মুখ্যমন্ত্রী আব্দুল মান্নান। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কোথায় যাচ্ছে বাংলা! বাংলার মানুষকে ভাবতে হবে।’ কৈলাসের এ হেন টুইট মেরুকরণের রাজনীতিকেই উস্কে দিচ্ছে বলে মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ।
উল্লেখ্য, এ রাজ্যে সংখ্যালঘুদের নিয়ে তৃণমূলের তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে বারংবার সরব হয় গেরুয়াবাহিনী। ব্যালট বাক্সে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একুশের ভোটে সংখ্যালঘু ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে সব দলই। বাম-কংগ্রেস জোটেরও নজরে রয়েছে সংখ্যালঘু ভোট। আসন রফা নিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গেও আলাপ আলোচনা চালাচ্ছে আলিমুদ্দিন। এই প্রেক্ষিতে কৈলাসের এই টুইট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, এবার ভোটে নন্দীগ্রাম থেকে লড়বেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এদিন আরেকটি টুইটে কৈলাস লিখেছেন, ‘নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, উনি এটা ঘোষণা করেননি যে ওখানেই শুধু লড়বেন। জয়ের ব্যাপারে যদি উনি এতই আত্মবিশ্বাসী হন, তাহলে ওটাও ঘোষণা করুন। না হলেএটাই বুঝব যে নন্দীগ্রামে আপনার ভরসা নেই।’
Be the first to comment