রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান করোনায় আক্রান্ত। সূত্রের খবর, মঙ্গলবার তিনি করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। আবদুল মান্নানের ডায়াবেটিস থাকায় ঝুঁকি না নিয়ে তাঁকে একটি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ অক্সিজেন লেভেল-সহ বাকি সব বিষয়গুলি ঠিকঠাক আছে বলেই পরিবারের তরফে জানানো হয়েছে ৷
সম্প্রতি দার্জিলিং গিয়েছিলেন আবদুল মান্নান। এই সপ্তাহেই পাহাড় থেকে কলকাতায় ফিরেছেন চাঁপদানির কংগ্রেস বিধায়ক। ছিলেন কলকাতার এমএলএ হস্টেলে। সেখানেই তারপর অসুস্থ হয়ে পড়েন। ফুসফুসে সমস্যা দেখা দিলে অন্যান্য শারীরিক পরীক্ষার সঙ্গে কোভিড টেস্টও করা হয় তাঁর।
মঙ্গলবার রাতে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। ৬৮ বছরের বিধায়ককে এরপরই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে সংক্রমণ রয়েছে আবদুল মান্নানের ৷ কো-মর্বিডিটি থাকায় প্রবীণ কংগ্রেস নেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন পরিবার। যদিও, চিকিত্সকেরা জানিয়েছে, আবদুল মান্নানের শারীরিক অবস্থা এখনও পর্যন্ত স্থিতিশীলই রয়েছে।
Be the first to comment