সোমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাত করে নির্বাচন সুষ্ঠুভাবে করতে একাধিক পদক্ষেপ নেওয়ার আবেদন করলেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান। কংগ্রেস নেতার বিভিন্ন দাবি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেছেন রাজ্যপাল।
রাজ্যপাল টুইট করে জানান, মান্নানের দাবি, নির্বাচনের আগে রাজ্যের যেসব আধিকারীকদের নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছে রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের এডিজির (আইন-শৃঙ্খলা) বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা।
মান্নানের দাবি কথা উল্লেখ করে রাজ্যপাল টুইটে জানান, ‘রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সমস্থ অবসরপ্রাপ্ত OSD-দের সরাতে হবে। কারণ তাঁরা রাজনৈতিক পক্ষপাতিত্ব করেন। পাশাপাশি, ভোটের ডিউটিতে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না। এনিয়ে নির্বাচন কমিশনকে সক্রিয় পদক্ষেপ নিতে হবে।’
Be the first to comment