নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়লেন মহারাষ্ট্র পুলিশের আইজি আব্দুর রহমান। এই আইপিএস অফিসার টুইট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি চাকরি থেকে ইস্তাফা দিচ্ছেন।
নাগরিকত্ব সংশোধনী বিলকে সরাসরি অগণতান্ত্রিক ও সংবিধান বিরোধী বলে তোপ দেগেছেন আব্দুর রহমান। তিনি বলেন, “আমরা দেখেছি অসমে এনআরসি করে কী হয়েছে। ভয়াবহ পরিস্থিতি। ১৯ লক্ষ মানুষ রাতারাতি রাষ্ট্রীয় পরিচয়হীন হয়ে পড়েছেন।” তিনি আরও বলেন, “অসমে এনআরসির প্রভাব পড়েছে সাধারণ গরিব তফসিলি জাতি-উপজাতি, আদিবাসী ও মুসলমানদের উপর। নথি জোগার করতে গিয়ে কত পয়সা খরচ হয়ে যাচ্ছে।”
Be the first to comment