নাগরিক সমাজের ৮০টি সংগঠনকে নিয়ে তৈরি হল ‘অভয়া মঞ্চ’, ঘোষণা হল একগুচ্ছ কর্মসূচী 

Spread the love

রোজদিন ডেস্ক :-  আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে এবার একসঙ্গে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডকটরস’ এবং নাগরিক সমাজের প্রায় ৮০টি সংগঠন। যার নাম দেওয়া হল ‘অভয়া মঞ্চ’।

সোমবার এই ‘অভয়া মঞ্চ’ তাদের আগামী কর্মসূচির কথা ঘোষণা করেছে। এতে সিবিআইয়ের কাছে দ্রুত তদন্তপ্রক্রিয়া শেষ করার আর্জি যেমন আছে, তেমনই কয়েক দফা দাবিও রয়েছে। বলা হয়েছে আগামী ৪ নভেম্বর ‘দ্রোহের আলো জ্বালো’ কর্মসূচি নেওয়া হয়েছে তাদের তরফে। ৭ নভেম্বর হবে, ‘জনতার চার্জশিট’ কর্মসূচি।
বিচার চেয়ে বাংলার জায়গায় জায়গায় প্রচার চলবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার আরজি কর হাসপাতালের গণকনভেনশন থেকে জুনিয়র ডাক্তারদের তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ৩০ অক্টোবর রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে সিবিআই দফতর ও সিজিও কমপ্লেক্স পর্যন্ত মশাল মিছিল হবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, নির্যাতিতার জন্য যতক্ষণ না বিচার ছিনিয়ে আনা যাচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন জারি থাকবে।
অন্যদিকে, এর মধ্যেই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের পাল্টা সংগঠন তৈরি হয়েছে। যার নাম ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন’। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্‌স ফ্রন্ট’কে নিশানা করে ওই সংগঠনের তরফে রাজ্যের মুখ্যসচিবকে মেল পাঠানো হয়েছে।
সেখানে মোট আট দফা দাবির কথা বলা হয়েছে। অবশ্য কিছু ব্যাপারে আন্দোলনকারীদের দাবির সঙ্গেও সহমত হতে দেখা গেছে। জুনিয়র ডক্টর্‌স’ ফ্রন্টের প্রথম দাবি ছিল নির্যাতিতার জন্য বিচার। অ্যাসোসিয়েশনের সদস্যদেরও প্রথম দাবি সেটিই। এ ছাড়া চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিও মুখ্যসচিবকে ইমেলে জানিয়েছে এই নতুন সংগঠন। এরই সঙ্গে জানানো হয়েছে রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর দাবিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*